Breaking News

শ্যামনগরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা ও স্বর্ণালংকারসহ ২২ লক্ষাধিক টাকার মালামাল লুট

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে চেতনা নাশক স্প্রে করে পরিবা রের সদস্যদের অচেতন করে নগদ চার লাখ টাকা স্বর্ণা লংকারসহ ২২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে
দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদচন্ডি পুর গ্রামের ঘটনাটি ঘটে।

এঘটনায় অসুস্থ্য হয়ে পড়া আবাদচন্ডিপুর গ্রামের গৃহ কর্তা আশরাফুজ্জামান  (৭০), তার ছেলে আফতাবুজ্জা মান (৩৫), পুত্রবধু করিমুননাহার কাজল (২৫) এবং দুই
নাতি আতিয়া জামান (৮) ও আতিকুজ্জামান (৩)কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আফ তাবুজ্জামান জানান, রাতের খাবার খেয়ে তারা সকলে নিজ নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়ে।

পরবর্তীতে সকালে প্রতিবেশীদের ডাক-চিৎকারে সামান্য সঙ্গা ফিরে পেয়ে ঘরের মধ্যে সবকিছু এলোমেলো অবস্থা য় দেখতে পান। আগের দিন কোম্পানীর সংগৃহীত চার লাখ টাকা ও প্রায় নয় ভরি স্বর্নালংকারসহ ২২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা আফতাবুজ্জামান আরও জানান খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে কিং বা স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে এমন কান্ড ঘটানো হয়েছে বলে তাদের ধারনা।

দুর্বৃত্তরা আগে থেকে মই ব্যবহার করে ছাদ দিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিল বলে প্রমান মিলেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরি দর্শন করেছে।

এ বিষয়টি গুরুত্ত্বের সাথে নিয়ে অপরাধী  সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …