শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:দৈনিক”সময়ের খবর” প্রত্রিকার প্রতিনিধি, ও ডুমুরিয়া প্রেসক্লাবে সন্মানিত সদস্য শেখ আব্দুস সালামের শাশুড়ি ফতেমা বেগম (৫৮) বার্ধকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন,(ইন্নালিল্লাহি ও য়ান্না ইলাহি রাজিউন) আমরা তো আল্লাহর কাছে ফিরে যাবো।
মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা নামাজ শেষে পাইক গাছা উপজেলার গদারডাঙ্গা গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি মৃত্যুকালে ১ পুত্র ৪ কন্যা,স্বামী,জামাই,নাতি নাত নিসহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহা ঙ্গীর আলম,সহ সভাপতি শেখ আব্দুর রশিদ এলিন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম, কোষাধ্যক্ষ এস রফিক, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু,এনামুল বাসার টিটো, সুজিত মল্লিক,সাবেক সভপতি কাজী আব্দুল্লাহ, জি এম আব্দুস সালাম, আনো য়ার হোসেন আকু ঞ্জি ,বিলায়েত হোসেন, এনামুল বাসারটিটো, সুজিত মল্লি ক,শেখ সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান,অরুণ দেবনাথ, শেখ হাবিবুর রহমান, ইলিয়াস হোসাইন, বাবুল সরদার, আশরাফুল আলম, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম মুকুল, আক্তার হোসে ন লিটন, দিপ্তমান বাপ্পী, আব্দুল মজিদ,আব্দুল লতিফ মোড়ল, সেলিম মোড়ল, সুমন ব্রাহ্মণ, সুব্রত ফৌ জদা র,এফ এম মনির হোসে ন,খান মহিদুল ইসলাম, আরি ফুজ্জামান নয়ন,এস কে বাপ্পী, সোহেল আহমেদ, ফরিদুল ইসলাম, মোঃ আজ হারুল ইসলাম সহ ডুমুরিয়ার সকল সাংবাদিক বৃন্দ।।
Bartabd24.com সব খবর সবার আগে