সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এরা হলেন, যতীন্দ্র নাথ দাশ ও ঊষা রানী দাশের ছেলে জয়দেব দাশ, বর্তমানে মোঃ আব্দুল্লাহ (৫৩)। তাঁর স্ত্রী ড লি, বর্তমানে মোছাঃ আমিনা (৪২), তাদের মেয়ে আনি কা দাশ বর্তমানে আনিকা তাস নিম (১৯) ও আনিশা দাশ, বর্তমানে আনিসা আতকিয়া (৬)।
সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক তনিমা মন্ডল তনি গত ২০ আগষ্ট এফিডে ভিটের প্রত্যায়িত করেন।
এর আগে ২০২৪ সালের ৪ এপ্রিল উল্লিখিত আদালতে ৭৮৮ নং এফিডেভিটমূলে তাঁরা স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এফিডেভিটে তাঁরা উল্লেখ করেন যে, ইতোপূর্বে হিন্দু ধর্মা লম্বী থাকায় কিছু কিছু স্থানে পূর্বের নাম জয়দেব দাস, ডলি, আনিকা দাশ ও আনিশা দাশ লিখিত রয়েছে।
কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করায় বর্তমানে সবজায় গাতেই মোঃ আব্দুল্লাহ, মোছাঃ আমিনা, আনিকা তাসনিম ও আ নিসা আতকিয়া লিখিত ও ব্যবহৃত হবে।
Bartabd24.com সব খবর সবার আগে