সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় খাবার পানির সাথে চেতননাশক ওষুধ মিশি য়ে বাড়ির সকলকে অজ্ঞান করে মালামাল লুটে নেওয়া আন্ত:বিভাগীয় অজ্ঞান পার্র্টির হোতা আবুল খায়ের বাবু
ওরফে স্প্রে বাবু (২৬) ও তার সহযোগি জাহাঙ্গীর হোসে ন(২০)কে গ্রেপ্তার করেছেপুলিশ।
শ্যামনগর থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার রাতে উপজেলার গৌরিপুর এবং বাদঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছৃ থেকে চেতনা নাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জসহ মাস্টার ‘কি’ বা চাবি উদ্ধার করা হয়।
আটক আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬) সাত ক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের জবেদ আলী মিস্ত্রি ও জাহাঙ্গীর হোসেন(২০) একই উপজেলার
বাদঘাটা গ্রামের আবু গাজীর ছেলে।
কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজিব হোসে ন জানান, কৌশলে মানুষের বাড়িতে ঢুকে খাবারে চেত নানাশক কেমিক্যাল স্প্রে করতেন বাবু ও তার সহযো গীরা।
পরবর্তীতে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ার সুযোগ নিয়ে ঘরের তালা কিংবা গ্রিল কেটে ভিতরে ঢুকে সর্বস্ব লুটে নিতেন তারা।
তিনি আরও জানান, গত ১৫ ডিসেম্বর শ্যামনগর উপজে লার আবাদচন্ডিপুর গ্রামের আশরাফুজ্জামানের বাড়ির সদস্যদের অচেতন করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে
যায় দুর্বৃত্তরা।
সে ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী হওয়ার পর তদন্তের প্রেক্ষিতে সেখানে আবুল খায়ের বাবুর জড়িত থাকার প্রমান মেলে।
পরবতীতে সাধারণ ডায়েরী মামলায় রূপান্তরের প্রেক্ষিতে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
শ্যামনগর অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান ১৫ ডিসেম্বরের পরস্প্রে বাবু শ্যামনগরে একই ধরনের আরও একটি ঘটনা ঘটায়।
কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে প্রায় ছয়মাস কারাভোগের পর সম্প্রতি সে জামিনে মুক্তি পায়।
তার বিরুদ্ধে এধরনের অপরাধমুলক কমর্কান্ডের ঘটনায় ১৯টি মামলার তথ্য মিলেছে।
তিনি আরও জানান, গত ১ ডিসেম্বর বাবু ও তার সহযোগী পানি খাওয়ার কথা বলে আশরাফুজ্জামানের বাড়িতে ঢুকে কৌশলে খাবারের সাথে চেতনানাশক স্প্রেকরেছিল।
তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপুর্ন তথ্য পায়া যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, তার অপরাপর সহযো গীদের নাম পরিচয় উদঘাটনসহ তাদেরকে গ্রেপ্তারের
চেষ্টা চলছে ।
Bartabd24.com সব খবর সবার আগে