Breaking News

সাতক্ষীরায় দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনিতে দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম আযম (৩৫) নামে একজন কলেজ শিক্ষ ক নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে আশাশুনি উপ জেলাধীন বুধহাটা-বাকা সড়কের কাদাকাটি বাজা রের কাছে এঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক গোলাম আযম সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল গফ্ফার মোড়লের ছেলে।
তিনি খুলনার পাইকগা ছা ফশিয়ার রহমান মহিলা কলে জের প্রভাষক ও সাতক্ষী রা সীমান্ত আদর্শ কলেজের পরিচালনা পরিষদের সভাপ তি ছিলেন।
নিহতের বন্ধু আলিপুর গ্রামের জাকিরুল ইসালাম শরিফ জানান, গোলাম আযম সকালে পাইকগাছায় কলেজে গিয়েছিল। দুপুরে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে বেলা ১২টার দিকে আশাশুনি উপজেলাধীন বুধহাটা-বাকা সড় কের কাদাকাটি বাজারের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির মটরসাইকেলর সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতা লে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আরে ফিন বিষয়টি নিশ্চিত করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …