Breaking News

সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি।।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ প্তর যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠা নিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ে র উপপরিচালক মিজানুর রহমান শরীফ এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে।উপস্থিত ছিলে ন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস,।সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরু জ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের।পরিদর্শক মোঃ।লাইকুজ্জা মান, হিসাবরক্ষক মোঃ হাবিবুল্লাহ, মো: সাইফুল ইসলাম সুমন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডে সাতক্ষীরার উপজেলাভিত্তিক ৮ টি দল অংশগ্রহণ করে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …