সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরায় সেনা সদস্যরা এক অভিযান চালিয়ে ৪২০ পিচ ইয়াবা, বিক্রির চার লক্ষাধিক টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাত ও তার দুই সহযোগীকে গ্রেফ তার করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে সাত ক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো, সাতক্ষীরা শহরের পলাশপোল এলা কার আমিনুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাকি ব হোসেন(২০) এবং নিউ মার্কেট এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মুরাদ হোসেন (২০)।
সদর সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়া সিন আরাফাতকে গ্রেফতার করা হয়। এসময় ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬ টি দেশীয় অস্ত্র, ১৫ টি লাঠি, একটি মোটরসাইকেল সহ আ রাফাতের দুই সহযোগী রাকিব ও মুরাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা তাদের কাছ থেকে জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা জেলায় বিভিন্ন ধরনের নাশক তার পরিকল্পনা করছিল বলে জানা যায়।
সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত সাত ক্ষীরা জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের একাধিক অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত তিন মাদক ব্যব সায়ীকে সাতক্ষীরা সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহঃ মাসু দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা সকালে গ্রেফতারকৃত আসামীদের থানা পুলিশে র কাছে হস্তান্তর করেছে।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে