Breaking News

সাতক্ষীরা-২ আসনে সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থী, ৫৫ মামলার আসামী জামায়াতের প্রার্থী

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা।।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কিন্তু নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন বিএনপি মনোনিত প্রার্থী মো. আব্দুর রউফ ওবাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আব্দুল খালেক।

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন তাদের হলফনামা।

রির্টানিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা পর্যা লোচনা করে দেখা গেছে,।সাতক্ষীরা-২ আসনে স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে প্রতিপক্ষ জামায়াত দলীয় প্রার্থী
মুহাম্মাদ আব্দুল খালেক এর চেয়ে অনেক এগিয়ে বিএ নপি প্রার্থী মো. আব্দুর রউফ।

তবে মামলায় এগিয়ে আছেন জামায়াত প্রার্থী মুহাম্মাদ আব্দুল খালেক। তার নামে সর্বাধিক ৫৫টি মামলা ছিল। বর্তমানে চলমান আছে ৬টি মামলা।

বিএনপি প্রার্থী মো. অব্দুর রউফ তার হলফনামায় উল্লেখ করেছেন, তার পেশা ব্যবসা।

ব্যবসা, কৃষিখাত, বাড়ি ভাড়া ও অন্যান্য উৎস থেকে তার বার্ষিক আয় ৩১ লাখ ৫৬ হাজার ৩৩৩ টাকা। তার অস্থা বর ও স্থাবর সম্পদ রয়েছে ৭ কোটি ৬১ লাখ ৮৭ হাজার ৮৮৮ টাকার।

যার মধ্যে নগদ অর্থ ৪১ লাখ টাকা। ব্যাংকে জমা ৩৮ লাখ ৭৬ হাজার ৭১৯ টাকা।

এর মধ্যে ঢাকার ধানমন্ডিতে ৪৭ লাখ টাকা মূল্যের একটি ফ্লাট, নিজের নামে একটি প্যারাডো গাড়ি, নিজের নামে ২০ ভরি ওজনের স্বর্ণের গহনা রয়েছে।

এছাড়া নিজের নামে একটি বন্দুক ও একটি রিভালবর, ১৮.২৯ একর কৃষি জমি, ২.৪২ শতক অকৃষি জমি, ১৮. ২৯ একর জমির একটি মাছের ঘেরের মালিক তিনি।

এছাড়া স্ত্রীর নামে একটি ট্রাক, ২০ ভরি ওজনের স্বর্ণের গহনা ও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে।

অন্যদিকে জামায়াত ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আব্দুল খালেক এর অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ৩৪ লাখ ২৯ হাজার ৮৩৮ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা আছে ১ লাখ ৬২ হাজার ৭০১ টাকা, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে শেয়ার আছে ১০ হাজার টাকার, দুইটি এফ ডিআর ১০ লাখ টাকার ও ৩ লাখ ৯২ হাজার ১৩৭ টাকার একটি ডিপিএস এবং গ্রামে ১১ শতক জমির উপর একটি পাকা একতলা বসতবাড়ি রয়েছে।

যার নির্মাণকালিন ব্যায় ধরা হয়েছে ১৬ লাখ টাকা।
কৃষিখাত, ব্যাংকের লভ্যাংশ ও সম্মানী ভাতা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৭০ হাজার টাকা।

এরমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে সম্মানী ভাতা পান ৩ লাখ টাকা। নগদ টাকা আছে মাত্র ২৫ হাজার।

এছাড়া তার স্ত্রীর নামে ৩ লাখ টাকার এফডিআর ও উপহার হিসাবে পাওয়া ৭০ হাজার টাকা মূল্যের সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণের গহনা রয়েছে বলে উল্লেখ করে ছেন তিনি।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় তার নামে ৫৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৬টি মামলার স্বাক্ষীর জন্য চলমান রয়েছে। বাকী সব মামলা প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ৮জন প্রা র্থী মনোনয়নপত্র জমা দেন।

যাচাই বাছাই শেষে ৭টি বৈধ্য ও একটি বাতিল ঘোষণা করা হয়। জাতীয় পার্টির রুহুল আমীন হাওলাদার গ্রুপের প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন এর মনোনয়নপত্র যা চাই বাছাইকালে বাতিল করা হয়।

এই আসনে মনোনয়পত্র দাখিল করেছিলেন মুহাম্মদ আ ব্দুল খালেক জামায়াতে ইসলামী, মোঃ আব্দুর রউফ বিএনপি, মোঃ আশরাফুজ্জামান জাতীয় পাটি, জিএম সালাউদ্দীন আমার বাংলাদেশ পাটি (এবি পাটি), মোঃ ইদ্রিশ আলী বাংলাদেশ জাসদ, শেখ মাতলুব হোসেন
লিয়ন জাতীয় পাটি, মুফতি রবিউল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং শফিকুল ইসলাম সাহেদ লিবারেল ডেমোক্রেটিক পাটি-এলডিপি।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …