আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে ট্রাক ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে অটোচার্জার চালক নিহত হয়েছে এবং ওই অটোচার্জারের ৪ নারীসহ ৫ যাত্রী
আহত হয়েছে।
উপজেলার সান্তাহার পৌরভার কলাবাগান এলাকায় এঘ টনা ঘটেছে।নিহত চালক উপজেলা ইন্দুইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আহতরা হলেন উপজেলার দমদমা.গ্রামের বেলাল মল্লি কের স্ত্রী রেনুকা (৫৫) একই গ্রামের ময়েজ উদ্দনের স্ত্রী রোজিনা (৬০) নওগাঁ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আবু বক্করের ছেলে রাফি (১৮) অপর দুই নারীর পরিচয়
পাওয়া যায়নি।
জনাযায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেট্রো ট-১৪-৯৪৭০ ট্রাক সান্তাহার থেকে আদমদিঘী অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিকথেকেআসা অটোচার্জার এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয◌়।
এতে চার্জার চালকসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চারজনকে আদমদীঘি সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক চার্জার চালক সাইদুল
ইসলামকে মৃত ঘোষণা করে।
গুরুতর আহত রেনুকা (৫৫) ও গ্রামের রোজিনা (৬০)কে বগুড়া শহীদ জিয◌়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয◌ে়ছে।
রাফি (১৮)কে আদমদীঘি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বলে জানা গেছ। #
Bartabd24.com সব খবর সবার আগে