Breaking News

সান্তাহারে প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী ১ যুবক নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে এক টি প্রাইভেটকারের সাথে দুই।মোটরসাইকেলোর মুখোমুখি সংঘর্ষে রিমন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী
যুবকের মুত্যু হয়েছে।

আহত হয়েছেন দুই মোটরসাইকেলে থাকা তিন আরোহী।
শনিবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোডের ইত্তেহাদ প-াস্টিক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ্ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সান্তাহার থেকে আদমদীঘি অভিমুখে যাচ্ছিল দুই মোটরসাইকেল।

উল্লেখ্য স্থানে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি প্রাইভেটকারে সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুই মোটরসাইকেলের ৪ আরোহী আহত হন।

স্থানিয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে-ক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর।রহমান মেডি কেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷

রাতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। নিহত রিমন উপজেলার কাশিমালা গ্রামের উজ্জ্বল প্রামানিকের ছেলে, আহতরা হলো উপ জেলার শিয়ালশন গ্রামের মিলনের ছেলে মোস্তাকিম
(২৩), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরের পুনঘরদীঘি গ্রামের জুয়েলের ছেলে।রাহিম (২০) ও একই গ্রামের লিটনের ছেলে তৌফিক (২২)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক তার দুর্ঘটনার বিষয◌়টি নিশ্চিত।করে জানান, দুর্ঘট নায◌়দুমরে মুচড়ে যাওয◌়া প্রাইভেট কার ও দুই মোটর সাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহণে আইনি প্রক্রিয়া চলছে। #

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …