আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সাধারন সভা বুধবার সন্ধায় সান্তাহার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে । প্রেসক্লাবের আহবায়ক আলম খান অসুস্থতাজনিত কারনে অনুপস্থিত থাকায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ন আহবায়ক মো. খায়রুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ন আহ বায়ক রফিকুল ইসলাম মন্টু, মনসুর আলী,গোলাম রব্বা নী দুলাল, সদস্য মো. হারেজ্জুজামান,জি আর এম শাহা জাহান,রায়হানুল ইসলাম,সাগর খান ,রবিউল ইসলা ম,মমতাজুর রহমান,আবুবকর সিদ্দীক,বুলবুল আহম্মে দ,নয়ন হোসেন,রাকিব হোসেন প্রমূখ ।
সভায় বিগত কমিটির আয় ব্যয়ের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় । শেষে আগামী ১৯ জানুয়ারী সংগঠনের বার্ষিক প্রীতি ভোজের সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
Bartabd24.com সব খবর সবার আগে