Breaking News

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

মোঃ আবু বকর সিদ্দিক ,মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলা উপজেলার পশুর নদীতে বোট দুর্ঘট নায় নিখোঁজ এক আমেরিকান প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গত ৮ নভেম্বর (শনিবার) সুন্দরবনের করমজল ভ্রমণে গিয়ে ওই প্রবাসী নিখোঁজ হন।
জানা গেছে, সেদিন মোট ১৪ জন পর্যটক একটি জালি বোটে চড়ে করমজলের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টার দিকে বোটটি সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
স্থানীয়দের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ থাকেন।
ঘটনার পর কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবা রিয়া থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
টানা তিন দিনের অনুসন্ধান শেষে সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে মোংলা সাইলো জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ ওই পর্যটকের মৃত দেহ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মৃতদেহ চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যট কদের নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে ভবি ষ্যতেও এ ধরনের উদ্ধার ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …