Breaking News

স্কুল ও মাদ্রাসার গণিত  ও ইংরেজি বিষয়ের শিক্ষকদের ক্লাস্টার প্রশিক্ষণ পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত

‎ চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলার চৌগাছা উপজেলার  পাতিবিলা ও জগদীশপুর ইউনিয়নে অব স্হি ত স্কুল ও মাদ্রাসার গণিত  ও ইংরেজি বিষয়ের শিক্ষকদে র ক্লাস্টার প্রশিক্ষণ পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ে  ০৫ .১১.২০২৫ইং তারিখ বুধবার অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধা ন অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার   এস  এম বজলুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক  জনাব কামাল আহমেদ, সেক্রেটারী জনাব মো:তবিবর রহমান, উপস্হি ত ছিলেন পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান চৌগাছা  সরকারী শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো : আখতার ফারুক, মাড়ুয়া মাধ্যমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর আলী, স্বর্পরাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: আম্মাদুল ইসলাম, আর পি ইউ দাখিল মাদ্রাসার সুপার মাও আব্দুর রহিম,জগদীশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আবেদ আলী,ডি এম সি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও হাফিজুর রহমান, পাতিবিলা দাখিল মাদ্রা সার সুপার মাও সহিদুল ইসলাম ।এ ছাড়াও উপস্থিত  ছিলেন সংশ্লিষ্ট ক্লাস্টারভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ

About admin

Check Also

শৈলকুপায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

 মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  …