ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকু-ু পৌরসভা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোখলেছুররহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠান ও ওখানে অবস্থিত গণঅধিকার পরিষদের অস্থায়ীপৌর কার্যালয় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে হরিণাকু-ু শহরের একতারা মোড়ে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক ও গণঅধিকার পরিষদের পৌর শাখার আহ্বায়ক মোখলেছুর রহমান টোকন বলেন, ‘বিকেলে শহরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি
দিবসের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে ফেরার পথে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী আমার মোটর ওয়ার হাউজে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হবে বলেও তিনি জানান।
এবিষয়ে হরিণাকু-ু উপজেলা বিএনপির সাধারণ সম্পা দক তাইজাল হোসেন বলেন, ‘বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো রাজনৈতিক দলের নেতা র ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করা কাম্য নয়।
এ ঘটনার সঙ্গে আমার দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যব স্থা গ্রহণ করা হবে।’
Bartabd24.com সব খবর সবার আগে