Breaking News

১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা প্রথম দেশ অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমান বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদে র জন্য ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে।

বর্তমান বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে।

মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার ক্ষেত্রে নেয়া এই পদক্ষেপ আগামীতে অন্যদেশের জন্য ‘অনুসরণীয়’ হয়ে থাকবে বলে মনে করছে দেশটির সরকার।

যদিও নতুন এই আইনের সমালোচনা করছে প্রযুক্তি কোম্পানিগুলো। কেননা, আইনটি কার্যকর করার দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বর্তাবে।

এই আইন কার্যকর হওয়ার ফলে এখন থেকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার রোধ করতে ‘যুক্তিসঙ্গত পদক্ষেপ’ নিতে ব্যর্থ হলে সামাজিক মাধ্যম কোম্পানিকে সাড়ে ৪৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তথ্য সূত্র : বিবিসি

About admin

Check Also

ওসমান হাদির মৃত্যুতে ইইউর শোক

ডেস্ক নিউজ:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ইউ রোপীয় …