Breaking News

২৮ অক্টোবরের লগি-বৈঠা তাণ্ডবের প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট):
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী তাণ্ডবের ভয়াবহতা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামা য়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখা।
মঙ্গলবার  (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় মোংলা শহরের বি.এল.এস চত্বরে আয়োজিত এ বিক্ষোভ সমাবে শে বক্তারা আওয়ামী লীগের সেদিনের বর্বরোচিত কর্মকা ণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশের শুরুতে মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের হয়, যা পরে শাপলা  চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলা দেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর আমীর এম. এ. বারী। তিনি বলেন—
 “২৮ অক্টোবর ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সেদিন লগি-বৈঠাধারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র আন্দোলন কারীদের রক্তে রাজপথ রঞ্জিত করেছিল।
সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি, বরং জনগণ আজও ন্যায়বিচার ও দায়ীদের বিচারের অপেক্ষায় আছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর, বিশিষ্ট সাংবাদিক,কলামিস্ট  ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কোহিনুর সরদার। তিনি বলেন,
“লগি-বৈঠার তাণ্ডব ছিল পরিকল্পিত রাজনৈতিক হত্য যজ্ঞ, যার মূল লক্ষ্য ছিল ইসলামী আন্দোলনের শিকড় উপড়ে ফেলা। কিন্তু আজ প্রমাণ হয়েছে, সেই আন্দোলন আরও শক্তিশালী হয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিয়ে ছে।”
এছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবে ক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌরসহ সাধারণ সম্পাদক মোঃ আবিদ হাসান, জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, শ্রমিক নেতা মোঃ বোরহান উদ্দিন  মুসল্লী ও মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, “যারা গণতন্ত্রের নামে গণহত্যা ঘটিয়েছে, আজ তারাই মানবাধিকারের বুলি আওড়াচ্ছে। জনগণ তাদের মুখোশ উন্মোচন করেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচ ল থাকবে ইনশাআল্লাহ।”
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।#

About admin

Check Also

শৈলকুপায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

 মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *