ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির আগামী নির্বাচনে সাধারণ স ম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুটুল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হ লরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম মোশারফ হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, বাবুল দাস, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, নকিব সিরাজুল হক, ইয়ামিন আলী, মোঃ লিটন, মোল্লা মাসুদুল হক, আজাদুল হক, আরিফুল ইস লাম, ফকির হাসান আলী প্রমুখ।
মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহ মান টুটুল বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগ ঠন।
মানুষের দুঃসময়, দুর্যোগ ও প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে স্বচ্ছ তা, জবাবদিহিতা ও মানবিক সেবা বৃদ্ধির মাধ্যমে সংগঠ নকে আরও গতিশীল করে তুলবো। সাংবাদিকরাই সমা জের দর্পণ, আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা আরও ভালোভাবে মানবিক সেবা কার্যক্রম পরি চালনা করতে পারবো।”
তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের সেবা সাধারণ মানু ষের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করতে চান তিনি।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির রেড সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বা চনে ০৭টি পদে ২৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Bartabd24.com সব খবর সবার আগে