Breaking News

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (৩৮) নামের্এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটি য়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯নভেম্বর) দুপুরে পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ।হোসেন পবহাটি মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২২ নভেম্বর শনিবার মুরাদ হোসে নের পিতা আফজাল হোসেন।মারা যায়।

বাবার মৃত্যুর পর কুলখানী না করায় তার চাচাতো ভাই আলম মন্ডল ব্যাঙ্গ।করে বলেন ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন্ ও আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ বসে থাকা অব স্থার তার চাচাতো ভাইয়ের ছেলে সৌরভ তিনটি মোটরসা ইকেলে কয়েকজনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রসহকারে মুরাদের উপর হামলা করে।

সে সময় মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরু তর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাই দহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায়।জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুূল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনা মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লাশটি সদর হাসপাতাল থেকে হস্তন্তর করে ময়না তদ ন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামীকে ধরতে পুুলিশ কাজ করছে। এ ঘটনায় ভিকটিমের পক্ষে মামলা প্রক্রি য়াধীন রয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …