Breaking News

চাঁপাইনবাবগঞ্জে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জননেতা নূরুল ইসলাম বুলবুলের শোভাযাত্রা

রাজশাহী জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন চাঁপা ইনবা বগ ঞ্জ–৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়।

শহরের নিউমার্কেট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইন বাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাব গঞ্জ পৌরসভার সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রা শেষে নূরুল ইসলাম বুলবুল বলেন, দাঁড়িপাল্লা র পক্ষে গণজোয়ার দেখে একটি দলের নেতার মাথা খারা প হয়ে গেছে। তিনি জামায়াতে ইসলামী ও জামায়াত ম নোনীত প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজ নীতি করে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতের মানবিকতা, উন্নয়ন, লড়াই–সংগ্রাম দেখেই দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

তিনি আরও বলেন, আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। আগামী দিনে আমরা সম্মিলিতভাবে চাঁপাইনবা বগঞ্জকে নতুনভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলব, ইন শাআল্লাহ। এছাড়াও আপনাদের সুখে–দুঃখে অতীতেও ছিলাম, আগামী দিনেও আপনাদের সকল ভালো কা জের সঙ্গে থাকব, ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …