Breaking News

প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পদক পাচ্ছেন সাত গুণিজন

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পাচ্ছেন দেশের সাত জন গুণিজন। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসা সেস) প্রতি বছরের ন্যায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাচাই-বাছাই পূর্বক সাত গুণি জনকে এ সম্মাননা প্রদান করবেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। তিনি আরও জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর-২৫ শনিবার বিকেলে কেশবপুর শহ রে আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজ ন সম্মাননা অনুষ্ঠানে ওই খেতাব ও পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকার মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এ বিষয়ে এক সভায় সদস্যদের সম্মিলিত উদ্যোগে যাচা ই-বাছাই পূর্বক ওই সিদ্ধান্ত গ্রহণ করে সাত জন গুণিজ নের নাম প্রকাশ করেন।

খেতাব ও পুরস্কারপ্রাপ্ত সৌভাগ্যবানরা হলেন, ‘বঙ্গভূষণ খেতাবৃ -২০২৫’ অবলাকান্ত মজুমদার (মরণোত্তর) (সাহি ত্যে সাংগঠনিক দক্ষতা), প্রফেসর ইমেরিটাস ড. আনি সুজ্জামান (দর্শন-বিজ্ঞান) ও পলাশউদ্দিন খলিফা (বাংলা মিনিয়েচার রীতি)।

মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রাপ্তরা হলেন, আনো য়ারুল ইসলাম (কবিতা), বিভূতিভূষণ মন্ডল (প্রবন্ধ-গবে ষণা), জাহীদ ইকবাল (সামগ্রিক অবদান) ও বিশ্বজিৎ ঘো ষ (নাটক)। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ বিশেষ অব।দানের জন্য স্ব স্ব ক্ষেত্রে প্রতি বছর এ পদক প্রদান করে থাকে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …