শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মহেশপুর বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটা লিয়ন।
গত ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গয়েশপুর বিও পির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/এমপি সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তার উপর নায়েব সুবেদার আব্দুল করিম খানের নেতৃত্বে পরিচালিত অভি যানে আসামী বিহীন এক কেজি ভারতীয় গাজা ও একটি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়।
পরদিন ১১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে খোসাল পুর বিওপির নায়েক মোঃ মুখির মুন্সির নেতৃত্বে নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৬০/১০৫ – আর সংলগ্ন এলাকায় অবৈধভা বে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে এক নারীকে আটক করা হয়। পরে তাকে আই নানুগ প্রক্রিয়ায় মহে শপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইম দাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Bartabd24.com সব খবর সবার আগে