চৌগাছা প্রতিনিধি:আজ শনিবার সকালে জাঁকজমকপূর্ণ ভাবে যশোরের চৌগাছা ক্যাডেট মাদ্রাসাটি উদ্বোধন করা হয়েছে।
শিক্ষার মনোরথ পরিবেশে প্রতিষ্ঠিত হওয়া চৌগাছা ক্যা ডেট মাদ্রাসা ক্যাম্পাসে উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ গোলাম মোর্শেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা র রেজিস্ট্রার মোঃ আইয়ুব হোসেন।
এছাড়া আরও বক্তব্য দেন আইসিটি মন্ত্রনালয়ের হেড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এটুআই প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল ফাহিম,উপজেলা জামায়াতের নায়েবে আমির ও শিক্ষাবিদ মাওঃ মোঃ নুরুল ইসলাম, সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওঃ মোঃ নুরুজ্জামান, অধ্যক্ষ মাওঃ মোঃ আলা উদ্দীন প্রমূখ।
এ অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও ব্যাংকার মাওঃ মোঃ শামসুর রহমান।
এতে অংশ নেয় শিক্ষক,অবিভাবক,রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।
Bartabd24.com সব খবর সবার আগে