Breaking News

শৈলকুপায় আঞ্চলিক কথা কওয়া গুষ্টির  উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মফিজুল ইসলাম শৈলকুপা ( ঝিনাইদহ)ঃ ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া রাহাতন নেছা  গার্লস স্কুল  এন্ড কলেজে  শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্ঠির  উ দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
উক্ত আলোচনা সভায় শৈলকূপা আঞ্চলিক কথা কওয়া গুষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান কো য়েলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শৈলকূপা উপজেলা নি র্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা হাস পাতালের দায়ি ত্বরত কর্মকর্তা ডাক্তার  রাশেদ আল মামুন,শোল কূপো আঞ্চ লিক কথা কওয়া গুষ্টির প্রধান পরামর্শক   ইব্রাহিম খলিল,কথা কওয়া গুষ্ঠীর এডমিন গোলাম ফারুক ও সাকিবুল ইসলাম সজীব।
প্রধান অতিথি তার  বক্তব্যে বলেন শোলকূপো আঞ্চলিক কথা কওয়া গুষ্ঠীর সদস্যরা নিয়মিতই ভালো ভালো কাজ করে থাকে।
তারা শৈলকূপা হাসপাতালে সাপে কাটা রোগীদের বাঁচা নোর জন্য ভ্যাকসিন সংগ্রহ করে দিয়েছেন রাস্তার পাশে তালগাছের চারা রোপন করা,সমাজের বি ভিন্ন অস হায় মানুষের সহযোগিতা করা সহ উন্নয়নমূ লক কাজ করে ছন।
আলোচনা সভা শেষে  সকাল ৯ টা থেকে রোগী দেখার  এ ক্যাম্পিং শুরু  হয়।
এখানে ৬জন চিকিৎসক   এলাকার  প্রায় পনেরশ অসুস্থ রোগীদের বিনামূল্যে  চিকিৎসা পত্রসহ বিভিন্ন ওষুধ  বিতা রন করেন।
এ ব্যাপারে শোলকূপো কথা কওয়া গুষ্টির এডমিন গো লা ম ফারুক জানান এই সংগঠনটি প্রতিষ্ঠিত লগ্ন থেকেই  সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।

তিনি আরো বলেন যত সময় এখানে রোগী আছে ডাক্তা ররা তত সময় তাদের সেবা দেবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …