Breaking News

ডুমুরিয়ায় মৎস্য হাসপাতালের উদ্বোধন

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়ার মাছ চাষীদের জন্য ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যা লয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার।

ব্যক্তি উদ্যোগে ডুমুরিয়ার রুদাঘরা বটতলা মোড়ে মাছ চাষীদের জন্য প্রথমবারের মতো ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ চালু হয়েছে।

শুক্রবার হাসপাতালটি উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার।

সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বা স। মানুষ যেমন অসুস্থ হলে হাসপাতালে যায়, তেমনি এখন থেকে মাছেরও রোগ হলে চিকিৎসার জন্য যাবে হাসপাতালে।

মাছের রোগ বালাইসহ মাছ চাষ বিষয়ক যেকোনো সম স্যা সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করা হবে এ হাসপাতালে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে শাহ্ আলম সরকার বলেন, মানু ষের অসুখ বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নি তে হয়; তেমনি মাছের অসুখ সারাতে বা যেকোনো সম স্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ।

এই হাসপাতাল থেকে স্থানীয় খামারীসহ সারা বাংলা দেশের মাছ চাষীরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনি য়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজী প্রমুখ।।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …