Breaking News

বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়া বেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার(১৫ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠি ত হয়।
ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদক মোয়াজেম হোসেন মজনুর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহ সভাপতি বাবুল সরদার।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকি উটর মাহাবুব মোরশেদ লালন,।প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বাগেরহাট পৌর সভার সাবেক
কাউন্সিলর মাহাবুবু রহমান টুটুল, সাবেক উপজেলা চেয়া র ম্যান মোঃ হাবিবুর।রহমান, এ্যাডভোকেট মুজিবুল হক, মোঃ মহিতুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বি ক মহামারি। ১৯৯১ সাল থেকে।বিশ্বজুড়ে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হয়ে আসছে।
কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানো অপরিহার্য।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী সমিতির প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিনামূল্যে।ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় ৫ শতাধিক মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান।
যাদের ডায়াবেটিস শনাক্ত হয়, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সমিতির চিকিৎসকরা।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …