Breaking News

ডুমুরিয়ায় আমন মৌসুমে ছয় স্টেক হোল্ভারস এর সমন্বয়ে স্থাপিত প্রর্দশনীতে মাঠ দিবস

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
রবিবার বিকাল সাডে় ৪টায় ডুমুরিয়া উপজেলার র্খনিয়া ইউনিয়নের টিপনা দক্ষিণ বিলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি ) গাজীপুর ফলিত গবেষণা বিভাগআমন ২০২৫ মৌসুমে ছয় স্টেক হোল্ভারস এর সমন্বয়ে স্থাপিত প্রর্দশনীতে ব্রি ধান  ১০৩ ও ব্রি ধান ১১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক র্কমর্কতা ড. বিশ্বজি র্কমকার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচা লক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা সি এস ও এবং আঞ্চ লিক র্কাযালয়ের প্রধান ড, মোঃ সাজেদুর রহমান, উপ স্থিত ছিলেন খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ নজরুল ইসলাম, র্পাটনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রুবায়েত
আরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার অজয় কুমার বিশ্বাস কৃষক শেখ মঞ্জুর রহমান, আবু হানিফ মোড়ল প্রমুখ।।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …