Breaking News

ঠাককুরগাঁওয়ে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা

রহমত আরিফ ঠাকুরগাঁও  সংবাদদাতা ॥ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলো চনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আ য়োজন করা হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার মোস্তফা শাহিন সহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ খান  সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তারুণ্য ও তথ্যনির্ভর বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরিকরণ, তথ্যপ্রযু ক্তির সঠিক ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই।
তরুণদের দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তি শিক্ষার পাশাপা শি সচেতনতা বৃদ্ধি, সামা জিক অসঙ্গতি মোকাবিলা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …