Related Articles
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) নাভিদ সার ওয়ারের সন্ত্রাস বাহিনীর কবল থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছেন মোঃ শহিদু ল ইসলাম পল্লব (৪০) নামের এক ভুক্তভোগী। তিনি উপ জেলার শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মোঃ সোহরাব হোসেনের ছেলে।
সম্প্রতি ০২ নভেম্বরের জেলা প্রশাসকের কার্যালয়েরর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার অন্তর্গত ১৭নং রাজাপুর মৌজায় সি.এস খং ১৬৭/১, এস.এ খং ১/১, এস.এ দাগ ১০১৭, আর.এস দাগ ১৫৭৯ পরিমান ৭.৮০ একর নালিশি জমি। বর্ণিত জমাজমি বাবদ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, যশোরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেওয়ানী ১৭/১২ নং বন্টনের মোকদ্দমা দাখিল করিয়া উহা দোতরফা সূত্রে শুনানী অন্তে বিগত ইং১৫/০৪/২০১৩ ইং তারিখে প্রাথমিক ডিক্রী এবং বিগত ইং ১০/১১/২০২ ০ইং তারিখে চুড়ান্ত ডিক্রী প্রাপ্ত হয়। পরবর্তীতে সরকার পক্ষ উক্ত রায় ডিক্রীর বিরুদ্ধে ৯৩/২১ নং মোকদ্দমা দা য়ের করেন। উক্ত মামলাটি বিজ্ঞ সহকারী জজ ঝিকর গাছা আদালতে বদলী হইয়া মিস ২২/২১ নং মামলায় উপনীত হয়। উক্ত মামলায় সরকার পক্ষের উপস্থিতিতে দো-তরফা শুনানী অন্তে বিজ্ঞ আদালত ২৩/০২/২০২৩ ইং তারিখে সরকার পক্ষের মামলাটি বিজ্ঞ আদালত খারিজ আদেশ প্রদান করেন।
বর্তমানে ১ থেকে ৫নং প্রতিপক্ষ অর্থাৎ সরকার পক্ষ যাহা তে বাদী পক্ষকে কোন প্রকার স্বত্ব দখলীয় জমিতে বিঘ্ন সৃষ্টি ও লিজ প্রদান না করিতে পারে এই মর্মে বিজ্ঞ আদা লত দেং ৬৫/২১ নং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার ১২/৩/২০২৪ইং তারিখে রায় ডিক্রি প্রদান করেন।
গ্রামের কিছু উৎশৃঙ্খল সন্ত্রাসী লোকজন আমাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে এবং জমির দা বী ও মামলা প্রত্যাহার করে নিতে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বিষয়টি নিয়ে বাদি শিমুলিয়া ইউনি য়নের নায়েবের নিটক গেলে তিনি বলেন, আপনি এই বিষ য়ে আমার অফিসে আসবেন না।
আপনার প্রয়োজনে এসিল্যান্ডের সাথে যোগাযোগ করে ন। বাদি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করলে তিনি আমা কে বলেন, মামলা প্রতাহ্যার করে নিয়ে আমার সাথে কথা বলবেন। বাদি মামলা প্রত্যাহার না করার কারণে এলাকা র ১৫/২০জন উৎশৃঙ্খল সন্ত্রাসী লোকজনের দ্বারা আমার গ্রামের বাড়ীতে গত ১৮/১০/২০২৫ইং তারিখ রাত অনুমা নিক রাত ৮.৩০ঘটিকার সময় হামলা চালিয়ে আমার পরিবারের সদস্যদের কে অশ্লীনভাষায় গালিগালাজ করে ন ও জমিতে না যাওয়ার জন্য হুমকি দেয় এবং একসপ্তাহ ব্যাপী ৩য় পক্ষরা আমার পরিবারকে গৃহবন্দী করে রাখে।
পরবর্তীতে থানার ওসি বিষয়টি অবগতি হইয়া বাদির পরি বারকে গৃহবন্ধী থেকে মুক্ত করেন। বিষয়টি এসিল্যান্ডকে জানালে তিনি বলেন, মামলা প্রত্যাহার সহ উক্ত ৩য় পক্ষে র সাথে তাহার অফিসে বসতে হবে। ৩য় পক্ষ বিজ্ঞ আদা লতের রায়, ডিক্রী ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রাপ্ত জমি জbবর-দখলের চেষ্টা করে আসছে এবং তাহারা জোর পূর্বক ক্ষমতার বলে বিজ্ঞ আদলতের চিরস্থায়ী নিষেধা জ্ঞার তোয়াক্কা না করে অনাধিকার ভাবে প্রবেশের চেষ্টা করছে। ইতিপূর্বে জেলা প্রশাসক ও ইউএনও’র নিকট একাধিকবার আবেদন করার পরও আমার বিষয়ে অদ্য বধি কোন প্রকার সমাধান হয়নি। যাহার কারণে ৩য় পক্ষ রা মিলে আমার পরিবারের উপর অমনবিক নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগের বাদির পিতা ও ফুফু বিজ্ঞ আদালতে বাদি হয়ে সরকার পক্ষের ৫জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে চিরোস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। উক্ত নিষেধাজ্ঞার কপির ৬নং পৃষ্ঠার ৬ এর ক নং কলাম সূত্রে দেখা যায়, আরজী বর্ণিত মতে নালিশী দাগের নালিশী জমিতে ১-৫ নং বিবা দী পক্ষ লীজ প্রদান করিতে না পারেন বা বাদী পক্ষের স্বত্ব দখলের বিঘ্ন সৃষ্টি করিতে না পারেন বা কোন প্রকার ক্ষতি সাধন করিতে না পারেন তম্মর্মে বাদী পক্ষের অনু কূলে বিবাদী পক্ষের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী হয়। তাহলে সরকারি দপ্তর হতে কেনো এমন হচ্ছে সর কারি দপ্তর যে পর্যন্ত বিজ্ঞ আদালতের হওয়ার রায়, ডিক্রী ও নিষেধাজ্ঞা পরিবর্তন করতে না পারবেন সেই পর্যন্ত কি অদৃশ্য কারণে বাদি পক্ষের বা তাদের পরিবারের উপর এহন কার্যক্রম চলছে এটা নিয়ে জনমতে প্রশ্ন বিদ্ধমান হতে দেখা গেছে।
এছাড়াও ঘটনার আলোকে মোঃ শহিদুল ইসলাম পল্লবের নিকট থেকে পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যা ল য়ে ০১/১০/২০২৪, ১৪/১০/২০২৪, ২৯/১০/২০২৪, ০৫/ ০২/২০২৫ ও ২৭/০৮/২০২৫ইং তারিখ সহ একাধিক আভিযোগ দায়েরের রিসিভ কপি ও জেলা প্রশাসকের কার্যালয়ে ০১ জুন ২০২৫ইং আভিযোগ দায়েরের রিসিভ কপি সূত্রে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যা লয়ে ও জেলা প্রশাসকের কার্যালয়ে ভুক্তভোগীর যে অভি যোগ গুলো জমা পড়ে সেই অভিযোগ গুলোই ক্রমাগতই সহকারী কমিশনার (ভূমি) এর নিকটে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য আসে।
আর তিনি তার ক্ষমতাকে কাজে লাগিয়ে অভিযোগ গু লো ধামাচাপা পড়ে যায়। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের কার্যালয়ে ০১ জুন ২০২৫ইং তারিখের অভি যোগের উপর জেলা প্রশাসকের পক্ষে রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. নাঈমুর রহমান নাঈম গত ০৭ আগস্ট বিজ্ঞ আদালতের রায়, ডিক্রী ও চিরোস্থায়ী নিষেধাজ্ঞা রক্ষা ও তার এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা প্রদান প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। উক্ত বিষয়টি নিয়ে সহকা রী কমিশনার (ভূমি) অবগতি করেন। আবেদনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নিকট আসলে তিনি ১১/০৮/২০২৫ইং ৩৯৪২নং ডকেটে সহকা রী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারকে তদন্ত পূর্বক প্রতি বেদন দেওয়ার জন্য বলেন। কিন্তু সহকারী ক মি শনার (ভূমি) নাভিদ সারওয়ার বিষয়টি আমলে না নিয়ে চাপিয়ে রাখেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বদলী হওয়ার পূর্বে এক সপ্তাহ (০১-০৩ নভেম্বর বগুড়া ও ০৫-০৬ নভেম্বর ঢাকা) ট্রেনিংয়ে যাও য়ার সময় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্বে¡ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি তড়ি ঘড়ি করে জেলা প্রশাসকের কার্যালয়ে ০১ জুনের আবে দনের উপর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ০৬/১১/২০২৫ইং তারিখে তিনিই তাকে ভারপ্রাপ্ত উপ জেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় ৪মাস পরে ঘটনার ধামাচাপা দিতে আবেদকারী ও তার পরিবারের নিরাপত্তা র বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে এবং তিনি দপ্তরিক চেয়ার পরিবর্তন করে একই তারিখে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ০৫.৪৪.৪১২৩.০০০.০৯.০০৩.২৫- ২৭৫৮নং স্মার কে জেলা প্রশাসককে জানান সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসককে উক্ত প্রতিবে দন দেওয়ার পূর্বে একই জমি সংক্রান্ত বিষয়ে সাবেক সহকারী কমিশনার (ভূমি) কে.এম মামুনুর রশীদের নামে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন বাদি শহিদুল ইসলা ম পল্লব। সাবেক এসিল্যান্ডের নামে বিজ্ঞ আদালতে চল মান মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না করার কারণে এলাকার ১৫/২০জন উৎশৃঙ্খল সন্ত্রাসী লোকজনের দ্বারা বাদির পরিবারের সদস্যদের কে অশ্লী নভাষায় গালিগালাজ করেন ও জমিতে না যাওয়ার জন্য হুমকি দেয় এবং একসপ্তাহ ব্যাপী ৩য় পক্ষরা আমার পরি বারকে গৃহবন্দী করে রাখেন দাবী করেছেন মোঃ শহিদুল ইসলাম পল্লব।
শিমুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. সাইফুল কবির বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানিনা এবং মামলার সংক্রান্ত কোন বিষয়ে বাদির সাথে আমার কোন কথা বার্তা হয়নি। আপনারা বিগত ২ তারিখের বিষয়ে আমাকে যে অবগত করেছেন ওটার বিষয়ে আমি কোন কিছু জানি না। তবে ঘটনার বিষয়ে বাদি মনে হয় সাবেক যিনি ছিলেন তাকে ইঙ্গিত করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, এই অভিযোগের মুলকপি এখনো আমার কাছে আসেনি। যার জন্য বক্তব্য দিতে পারচ্ছি না। যদি এটা আমার কাছে চ লে আসে তাহলে সাথে সাথে আমি বক্তব্য দিবো।
এমন একটা অভিযোগ হয়েছে আমার জানা আছে। ওটা ডিসি স্যার ও ইউএনও স্যার হয়ে আমার কাছে আসবে।
আমি সকালেও ডাক চেক করেছি তবে আমার নিকট অফিসিয়াল ভাবে এখনো আসেনি। এছাড়াও পল্লবের পরিবারের প্রতি তার কতৃক হয়রানির বিষয়ে তিনি অস্বি কার করে বলেন, এধরনের বিষয় নিয়ে আমি অবগত নই। আর আমি এই ধরনের কোন নিদের্শনা দিয়েছি এই ধর নের অভিযোগে সঠিক নয়। কারা মাছ ধরেছে এবং হাম লা করেছে এই বিষয়ে আমি অবগত নই। তারা কারা তাদের নাম দেন।
তার বক্তব্যের আলোকে অভিযোগে দেখা যায় বিগত ২৭ /০৮/২০২৫ইং তারিখে ইউএনও অফিসে ৩জনের নাম সহ ১০-১৫জনকে অজ্ঞাত করে মাছলুট ও জানমালের হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগে দায়ের করে ছেন বাদি বা অভিযোগকারী।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন বলেন, যেহেতু মামলা চলমান রয়েছে এ বিষয়ে কোর্টের সিদ্ধান্ত মোতাবেক ও প্রচলিত আইন মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ইউএ নও, এসিল্যান্ডের নিকট প্রতিবেদন চেয়েছি। ইউএনও, এসিল্যান্ড সাহেব যেটা জানিয়েছেন, যে জমিটা নিয়ে ওখানে মামলা চলমান আছে।
চলমান মামলা যেখানে থাকে সেখানে সেই বিষয়ে আমা দের কোন মন্তব্য থাকে না। আদালতের নির্দেশনা অনু য়ায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।
—
Bartabd24.com সব খবর সবার আগে