শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর বডার সীমান্ত দিয়ে ভারতে অনু প্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বাংলা দেশ বর্ডার গার্ড মহেশপুর ৫৮ বিজিবি।
আটকদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও চারজ ন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশো রসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা, খোশা লপুর, বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অ বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপ রাধে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
অন্যদিকে, উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলা কায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ইমদাদুর রহ মান বলেন, ‘আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।’
Bartabd24.com সব খবর সবার আগে