পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর::
কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “দারিদ্র বি মোচন ও সেনিটেশন মান উন্নয়নের লক্ষ্যে জলাবদ্ধ এলা কা পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক জন গোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন” প্রক ল্প (২০২৪-২০২৫) থেকে ১৭টি পরিবারের মধ্যে দ্বি তীয় কিস্তিতে সাত জন উপকার ভোগীদের মাঝে সেমি-পাকা টয়লেট স্থাপন সামগ্রী বিতরণের করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর-২৫) দুপুরে সংস্থার কার্যালয়ে পাঁ জিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহ কারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনু ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি।
উন্নয়ন কর্মী মানব মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চে য়ারম্যান মকবুল হোসেন মুকুল, মহিলা ইউপি সদস্য দিল হাসনা মুক্তা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, মানব মন্ডল, আব্দুল গফফার।
স্বাগত বক্তব্যকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচা লক বাবুর আলী গোলদার বলেন, দারিদ্র্য বিমোচন ও স্যা নিটেশন মান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন প্রকল্পের আও তায় দ্বিতীয় ধাপে সাত জনকে এই উপকরণ বিতরণ করা হয়।
এর আগে ২৫ আগস্ট-২৫ এই প্রকল্পের প্রথম কিস্তি তে ১০টি পরিবারের মাঝে পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপ করণ দেওয়া হয়। সেমিপাকা টয়লেট স্থাপনের উপকরণ পেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় মানুষেরা খুশি হয়ে ছেন।
Bartabd24.com সব খবর সবার আগে