Breaking News

ডুমুরিয়ায় বোনকে ধর্ষণের অভিযোগে ভাইয়ের বন্ধু কারাগারে, ঘটনায় যা বলছেন স্থানীয়রা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়ার মাগুরখালীতে ভাইয়ের বন্ধু কর্তৃক বোনকে ধর্ষণে অভিযুক্ত ইভান মন্ডল (৩০) কে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মাগুরখালী ইউনি য়নের আলাদি পুরস্থ ভুক্তভোগীর পৈত্রিক বাড়িতে এ ঘট না ঘটে।

সর্বশেষ ঘটনায় ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে তিনি আদাল তে ঘটনার বিবরণ জানিয়ে ২২ ধারায় জবানবন্দি দিয়ে ছেন।সর্বশেষ আটকের পর অভিযুক্ত ইভান মন্ডল আ দালতে ১৬৪ ধারায় স্বীকারোউক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাগুর খালি গ্রামের সুরেশ মন্ডের ছেলে ইভান মন্ডল (৩০)’র সা থে পাশ্ববর্তী আলাদিপুর গ্রামের সুভাষ সরকারের ছেলে নবদ্বীপ সরকারের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়ে ছে। সেই সুবাদে একে অপরের বাড়িতে অবাধে যাতায়াত ছিলো।

ভিকটিমকে বিয়ের প্রতিশ্রুতে উভয়ের সন্মনিতে তাদের মধ্যে শারিরিক সম্পর্ক গড়ে ওঠে।এদিকে আসামীর পিতা সুরেশ মন্ডল, স্ত্রী ও মা’সহ পরিবারের লোকজনের দাবী নবদ্বীপ সরকা রের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে পরিকল্পিত ভাবে মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে।

নবদ্বীপ সরকার বিভিন্ন সময় ইভান মন্ডলের কাছ থেকে আনুমানিক নগদ ৫ লক্ষ টাকা ধার হিসাবে গ্রহণ করেন।

পাওনা টাকা দীর্ঘদিন ফেরত না দিয়ে নানা টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে গত ১০ নভেম্বর টাকার তাগাদা করেন ইভান মন্ডল। কিন্তু টাকা ফেরত না দেয়ার মানসে ষড়যন্ত্রের জালে ফাঁসাতে ভিকটিমের ভাই নবদ্বীপ পরিক ল্পিতভাবে ঘটনার দিন সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে টাকা নিয়ে যেতে বলেন। ওই সময় নবদ্বীপ সরকার, স্ত্রী ও তার মা বাড়িতে ছিলেন না।

বৃদ্ধ বাবা ও তার (২৮) বছর বয়সী বোন বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ভিকটিমের আহবানে কক্ষের ভিতরে বসতে দেয় ইভানকে।

দুজনে ঘরে অবস্থান করছিল। অনুমানিক আধাঘন্টা পর প্রতিবেশি লোকজন ঘরের ভিতরে দু’জনকে আটক করে। এঘটনায় ভিকটিমের পিতা সুভাস সরকার বাদী হয়ে ধর্ষণের অভিযোগ ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে আসামি ইভানের পিতা সুরেশ মন্ডল ,বিধা ন মন্ডল,পলাশ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য প্রসাদ মন্ড লসহ স্থানীয়দের অভিযোগ, ভিকটিম বির্তকিত ব্যক্তি ।

ইতিপূর্বে সে বিভিন্ন ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।তাদের অভিযোগ, সমাজের বৃত্তবান ও ধনী শ্রেনির বিভিন্ন বয়সী পুরুষের সাথে কৌশলে ওই নারী প্রেমের সর্ম্পক গড়ে তোলে।

প্রতারণার মাধ্যমে স্থানীয় ব্যাংককার, শিক্ষক, চালনার ব্যবসায়ি চিনিবালা, গোয়ালবাধাল ও সাতক্ষীরা এলাকা সহ অন্তত ৬/৮ পুরুষের সাথে প্রেমের সর্ম্পক জড়িয়ে বিয়ের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

আর এই কাজে সহযোগিতা করে আসছে তার ভাই নবদ্বী প সরকার।

এহেনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে ছেন এলাকার সাধারণ মানুষ। ঘটনার সঠিক তদন্তের জন্য প্রশাসনের ঊধর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কাম না করেছেন তারা। এঘটনায় ভিকটিমের ভাই নবদ্বীপ সর কার ও ইভান মন্ডলের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্বীকার করেছেন।

কিন্তু আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি।এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন,ধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ভিকটিমের ডাক্তারি পরিক্ষা শেষে আদালতে ২২ ধারার জবানবন্দি দিয়েছেন।

আসামি ইভান মন্ডল ১৬৪ ধারায় দেয়া স্বীকারউক্তি মুলক জবানবন্দি আদালত রেকর্ড করেছেন। উক্ত মামলায় আসামি বর্তমানে কারাগারে রয়েছে।

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …