Breaking News

মাগুরায় এসডিএফ এর আয়োজনে জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউ ন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রে নিও রশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় মাগুরা জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ নভেম্বর দুপুর ১২ টার সময় মাগুরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে মোহাম্মদ কামাল বাশার আঞ্চলিক পরিচালক এসডিএফ অঞ্চল এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: শামীম কবির সিভিল সার্জন মাগুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: মোহসিন উদ্দিন ২৫০ শয্যা বিশিষ্টি হাসপাতাল, মাগুরা। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার মন্ড ল (এমইএল অ্যান্ড এমআইএস), বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, জেলা কর্মকর্তা (অর্থ, যুব ও কর্মসংস্থান, আইটি অ্যান্ড এমআইএস, কমিউনিটি ফাইনান্স), ৮টি ক্লাস্টারের সিএ (স্বাস্থ্য ও পুষ্টি), বিভিন্ন ক্লাস্টারের উপকারভুগী সদস্যবৃন্দ প্রমুখ।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্যে জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও ব্যক্ত করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দারিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃ ক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহা য়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে।

এসডিএফ মাগুরা জেলার স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্র গতি উপস্থাপন করেন ডা: কায়মুন আক্তার মুনা আঞ্চ লিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি)। তিনি মাগুরা জেলার ৩টি উপজেলার ৮টি ক্লাস্টারের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

মাগুরা জেলার ২০০টি গ্রাম সমিতির দরিদ্র ও অতি দরি দ্র সদস্যদের মধ্যে এসডিএফ এর পক্ষ থেকে ২০০টি গ্রাম সমিতিতে বিনামূল্যে হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়ে ছে।

যেখানে মোট ১৯৭৮২ জনকে প্রথমিক চিকিৎসা ও পরা মর্শ দেয়া হয়েছে এবং ২১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

১২৩৯ জন গর্ভবতী মাকে থেকে মোট ১,০৮,০৭,০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। সন্তান প্রসবে ঝুঁ কি রয়েছে এমন ১৩২ জনকে ১০,০০০ টাকা করে ১৩,৩ ২,০০০ টাকা প্রদান করা হয়েছে।

শীতকালীন সবজি বীজ ৩২,২১১ প্যাকেট এবং গ্রীষ্মকা লীন সবজি বীজ ৩২,২১১ প্যাকেট বিতরণ কক্রা হয়েছে। আয়রণ, ভিটামিন, ক্যালসিয়াম, জিংক ট্যাবলেট, স্যালা ইন ১০,৮৮,০০০ পিস বিতরণ করা হয়েছে।

এছাড়াও মোট ৩৪০০০টি পরিবারের প্রত্যেকেই ১২টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হবে।

উপস্থাপন শেষে তিনি উপস্থিত অতিথীদের জানান এস ডিএফ এর রেফারেন্স এ যে সকল রোগী তাদের হাস পাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবি ষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র এবং দরিদ্র জন গোষ্ঠী।

তিনি উপস্থিত অতিথীবৃন্দকে অনুরোধ করেন পরবর্তীতে যেন এ সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থে কে সাধ্যমত সেবা প্রদান করা জন্য।

প্রধান অতিথি ডা: মো: শামীম কবির এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসুচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে অ্যাখ্যা দেন।

তিনি মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রদানে শিশু অপুষ্টি এ বং মা ও শিশু মৃত্যূ ঝুকি কমবে বলে মনে করেন।

কর্মশালায় উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব-স্ব ক্ষেত্রে এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্য মত সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকল উপজেলা ও জেলা হাসপাতালে এসডিএফ এর সদস্য দের সেবা প্রদানে প্রাধান্য দেওয়া হবে বলে আশ্বস্ত করে ন।

পরিশেষে কর্মশালার সম্মানিত সভাপতি মোহাম্মদ কামাল বাশার আঞ্চলিক পরিচালক বলেন এসডিএফ এর এই কার্যক্রমে গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, পুষ্টি সচেতনতা ও সহায়তা প্রদান এবং পরি কল্পিত অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অন্তর্ভুক্তি মূলক ও উপযুক্ত অর্থায়নসহ সমন্বিত কর্মসূচি বাস্তবা য়নের মাধ্য মে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তাদেরকে স্বাবলম্বী করে আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অব দান রাখছে।

এসডিএফ দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর কার কে অন্যান্য সংস্থার পাশাপাশি সহযোগিতা প্রদানের মাধ্য মে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্ত বায়ন করছে।

পরিশেষে কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত কর্মশালার উপস্থাপনা ও সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (এমইএল এন্ড জিএ) অনুপ কুমার মন্ডল।

About admin

Check Also

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ফুট বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার …