Breaking News

চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত

,চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) শাহীনুর আক্তার।

বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভু‚মি) তাস মিন জাহান, চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা সাবেক নৌকমান্ড বীর মুক্তিযোদ্ধা রুহু ল আমিন, আলোচনা করেন বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হা কিমপুর ইউপিঃ চেয়ারম্যান মাসুদুল হাসান,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চৌগাছা মডেল মাধ্য মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার কামাল আহম্মেদ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা মাধ্য মিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, প্রাথমিক শিক্ষা অ ফিসার মোস্তাফিজুর রহমান,বিজিপি সুবেদার শাহাজা দপুর মাহবুবুর রহমান, আনসার ভিডিপির কর্মক র্তা ঈস রাফিল হোসেন,ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান- মমি নুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান- হবিবার রহমান হবি,পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, জগদিশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইস লাম ,বিভিন্ন কলেজের প্রতিনিধি, বৈসম্য বিরোধী উপ জেলা ছাত্র নেতা রাশিদুল ইসলাম (রিতম), সহ উপ জে লা প্র শাসনের কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খ লা কমি টির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন চৌগাছার বর্তমান অবস্থা অনেক ভাল, বাজারে চো রের উৎপাত বেড়েছে, ভালভাবে মনিটারিং করতে হবে, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধে ও উপ জেলার আইন শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।

সামনে যাহাতে দিনগুলি আরো ভাল হয় সে ব্যাপারে নির্বা হী অফিসার ও ভ’মি কর্ম কর্তা সকলকে আশ্বস্থ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …