Breaking News

চৌগাছা বাজারে ফের ছয় দোকানের শার্টার ভেঙ্গে চুরি, নগদ টাকা ও মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক,; (যশোর): যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা বাজারে ফের ছয় দোকানের শার্টার ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে চো রেরা।

‎বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬ টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে চোরেরা পৌর শহরের কাপুড়িয়া পট্টির লিটন সুপার মার্কেট ও মহেশপুর বাস স্ট্যান্ড এলাকায় এ চুরির ঘটনা ঘটায়।

‎শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিও দেখে জানা যায়, বাজারের নাইটগার্ড রাত শেষে সকালে বাড়ীতে চলে যায়।

‎সকালে চোরেরা শহরের কাপুড়িয়া পট্রি এলাকায় হানা দেয়। এ সময় তারা কাপুড়িয়া পট্রির সজিব হোসেনের পপি পলি বস্ত্র বিতান দোকানে সার্টার ভেঙ্গে ভিতরে প্র বেশ করে।

মুজিবুর রহমানের নাহিদ কোল্ড স্টোর এন্ড গার্মেন্টসের সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

কামরুজ্জামান রিপনের বধুয়া গার্মেন্টসের সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

শামীম রেজার শামীম কালেকশন দোকানে সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা অনু মানিক ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

‎পরে চোরেরা চৌগাছা-মহেশপুর সড়কের মহেশপুর বাস স্ট্যান্ড এর পাশে অসিত রায়ের হাজরা খানা স্টোর মুদি দোকানের ভেন্টিলেটর কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা খুচরা ১০ হাজার টাকা

ও আমল কুমারের আমল স্টোর মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে ১ লাখ ৫০০ টাকা ও কিছু দামী মালামাল চুরি করে নিয়ে যায়।

‎হাজরাখানা স্টোর মুদি দোকানের মালিক অসিত রায় বলেন, সারাদিন বেঁচা-বিক্রি করে রাত ৯ টার দিকে দোকা ন বন্ধ করে বাড়ীতে যায়। সকালে খবর পাই দোকানে চুরি হয়েছে।

‎১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে পৌর শহরের শফি উদ্দীন মল্লিক মার্কেটে হানাদেয় চোরেরা। চোরেরা এ মার্কেটের ৩টি দোকানের শার্টার ভেঙ্গে নগদ ২ লাখ ৭৮ হাজার ৫শ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।

‎চোরেরা এ মার্কেটের চৌগাছা ডিজিটাল ষ্টিডিও, আল্লাহর দান হোমিও হল ও সুমন গার্মেন্টসের শার্টার ভেঙ্গে চুরি ক রে।

‎ ১অক্টোবর ভোর রাতে চোরেরা পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামে একটি মুদি দো কানের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে।

চোরেরা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ লক্ষা ধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দোকানের মালিক আব্দুল মজিদ বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব বলেন, শহরের বিভিন্ন মোড়ে মো ড়ে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিও দেখে জানা যায়, বাজারের নাইটগার্ড রাত শেষে সকালে বাড়ীতে চলে যায়।

‎সকালে চোরেরা শহরের কাপুড়িয়া পট্রি এলাকায় হানা দেয়। সকল ব্যবসায়ীকে আরো সাবধান করা হয়েছে। নাইর্টগার্ডদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

‎চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি চোর ধরার জন্য পুলিশের অভিযান চলছে।

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …