Breaking News

দীর্ঘদিনের দুর্ভোগে স্বস্তির বাতাস রামপাল–মোংলায় ব্যক্তিগত উদ্যোগে চার সাঁকো নির্মাণ

 মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা :
বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলায় হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও বাগেরহাট জেলা বিএ নপির যুগ্ম আহ্বায়ক, রামপাল -মোংলার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, জনমানুষের নেতা, লায়ন ড. শেখ ফরিদু ল ইসলাম। চলাচলের অনুপযোগী খাল ও জরাজীর্ণ সাঁ কোর কারণে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা যখন চরমে পৌঁছেছিল, ঠিক সেই সময় নিজের ব্যক্তিগত উদ্যোগে তিনি দ্রুত চারটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন।
তার এই মানবিক উদ্যোগে আবারও স্বস্তি ফিরেছে জনপ দে, সহজ হয়েছে নিত্যদিনের চলাচল।
রামপাল ও মোংলা উপজেলায় ছোট ছোট খালের উপর দীর্ঘদিন ধরে উপযোগী সাঁকো বা ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছিল স্থানীয়দের। স্কুল-কলেজের শিক্ষার্থী,কৃষক, রোগী ও দিনমজুরসহ কয়েক হাজার মানুষের যাতায়াত প্রায় স্থবির হয়ে পড়েছিল।
বর্ষা মৌসুমে খাল পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, আর শুক নো মৌসুমেও স্বাভাবিক চলাচলে দেখা দিত নানা বাধা।
এই পরিস্থিতির কথা জানতে পেরে মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবকে প্রাধান্য দিয়ে দ্রুত পদক্ষেপ নেন লায়ন ড. ফরিদুল ইসলাম। তার ব্যক্তিগত অর্থায়নে চারটি স্থানে নতুন মজবুত বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।
নতুন সাঁকো নির্মিত হয়েছে রামপাল ও মোংলা উপজে লার উত্তর চাঁদপাই ও মাকড়ডোনের মাঝামাঝি স্থানে, বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবায়ন ও শেলা–বুনিয়া গ্রামের সংযোগস্থলে, ভোজপাতিয়া ও মিঠাখালী ইউনি য়নের মাঝের এলাকায় এবং পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা কাটাখালের ওপর।
সাঁকোগুলো নির্মাণ শেষে স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে পূর্বের তুলনায় নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে পথচলা।
বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও অসুস্থ রোগী পরিবহনে এসেছে স্বাচ্ছন্দ্য। খালের দুই প্রান্তে বস বাসকারী মানুষ দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে যাতায়াত করার সুযোগ পাচ্ছে।
এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ইতিবাচক সাড়া। সাধারণ মানুষের দাবিদাওয়া-অপেক্ষার দীর্ঘসূত্রতা পেরিয়ে সমাজের একজন মানুষের এমন বাস্ত বধর্মী উদ্যোগ এলাকাবাসীর মন জয় করেছে।
ব্যক্তিগত অর্থায়নে জনদুর্ভোগ দূরীকরণের এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেনস্থানীয়রা।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের এই উদ্যোগে শুধু দুর্ভো গ কমেনি, বরং মানুষের মনে ফিরে এসেছে স্বস্তি ও আশা র আলো।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …