শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):-
১৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের খোরশেদের ছেলে বাবলু কলারোয়া থেকে পিয়ারা বিক্রি করে বাড়ি ফিরছিলো পথিমধ্যে মহেশপুর উপজেলা চৌগাছা -মহেশপুর রোডের বেলেমাঠ বাজার পার করে হুদো নামক মড়ের কালভাটে র কাছে পৌঁছালে ডাকাত দল রোডে গাছ ফেলে তার আলম সাধুর গতিরোধ করে এবং তাকে এলোপাতা ড়ি কোপ মেরে তার কাছে থাকা ৪৭ হাজার টাকা নিয়ে নেয় । রাত দুটার সময় আর একটি ট্রাক আস লে তার কাছ থেকেও টাকা পয়সা নিয়ে নেই।
পরে পুলিশের হটলাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। এখবর লেখা পর্যন্ত সে ঐ হাসপাতালে চিকিৎ সাধিন ছিলো।
বিষয়টি নিয়ে মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান মহেশপুরে গত কয়েক রাতে বিভিন্ন সড়কে এধরনের বিছিন্ন ঘটনা ঘটেছে, তবে ডাকা তদের গ্রেপ্তার করার জন্য সর্বদা অভিযান চালিয়ে যাচ্ছি।
Bartabd24.com সব খবর সবার আগে