Breaking News

দীর্ঘ দেড় যুগ পর বাগেরহাটে রেড ক্রিসেন্ট সোসাটির নির্বাচন

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি ঃ
দেড় যুগ পর রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনি টের  ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ভোটারদের ¯^তঃস্ফুর্ত উপস্থিতিতে প্রতক্ষ ভোটে ভাইচ চেয়ারম্যান ও  সেক্রটারী পদে মোঃ মোস্তা হিদুল আলম রবি ও মাহাবুবুর রহমান টুটুল নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বাগেরহাট ¯^াধীনতা উদ্যানে এ নির্বাচন সম্পন্ন হয়।
মোট ২৭১২ জন ভোটারের মধ্যে ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ মুস্তাহিদুল আলম রবি পে য়েছে ৪৪১ ভোট তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ এস কেন্দার হোসেন পেয়েছেন ৩০৮ ভোট।
সেক্রেটারী পদে মাহবুব রহমান টুটুল পেয়েছেন ৩৯৮ ভো ট তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ২১১ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মাহাবুব মোর্শেদ লালন ৫১০ ভোট, ফারুকুজ্জামান বাপ্পী ৪৩২ ভোট, রেহা না পারভীন (লাকী) ৩১৭ ভোট, মোঃ আল আমিন সরদার ৩১১ ভোট, নার্গিস আক্তার ইভা ২৯৬ ভোট পেয়ে নির্বাচি ত হয়েছেন।
পদাধিকার বলে জেলা প্রশাসক এই কমিটির চেয়ারম্যান। রাত সাড়ে আট টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাউফুদ্দিন ফলাফল ঘোষণা করেন।

About admin

Check Also

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ফুট বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার …