Breaking News

কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণ এর  সাথে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আস নে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ-এর সাথে উপজেলা স্বে চ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর-২৫) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌরশহরের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।মতবিনিময় সভায় উপ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল আলম বুলবুল-এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সহ-সভা পতি ফারু কী আজম, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, যশোর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফরিদুজ্জামান ফরিদ।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম সুইট, টিপু সুলতান প্রমূখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন-আহবায়ক আল আমিন ও পৌর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক শাহ আলমসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যা য়ের নেতৃবৃন্দ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …