ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেওয়ায় বিয়ে বাড়িতে হামলা উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হ য়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি
গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো। বিয়েতে প্রতি বেশি শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার
রাতে উত্তেজনা চলে।
এরই জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এতে দু’পক্ষের লোক জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। একনজনের অবস্থা আশঙ্কা জনক।
ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ।ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতা লে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ে ন করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে