Breaking News

পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চেক ও কৃষি উপকরণ বিতরণ

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥ পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে (২৪ নভে ম্বর) সোমবার  কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও অনুদা নের চেক বিতরণ করা হয়েছে।
ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং পল্লী কর্মÑসহায়ক ফাউন্ডেশন (পি কেএসএফ) এর সহযোগিতায় রোববারঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যাল য়ে এসব কৃষি উপকরণ হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জা মান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে অনুদানের চেক ও মাটি পরীক্ষার যন্ত্র, পিপি এবং ব্যালেন্ডর মেশিন সহ অন্যা ন্য কৃষি উপ করণ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের উপ পরিচালক  মাজেদুল ইসলাম।
উল্লেথ্য, এ অনুষ্ঠানে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপা দন ও বাজারজাতকরণ ভেল্যু চেইন উপ-প্রকল্প (আরএম টিপি)’র আওতায় জনগণকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের জন্য পরিবেশবা ন্ধব নিরাপদ সবজি উৎপাদনকারী ২’শ ১৫ জন কৃষকের মা ঝে  ২৬ লাখ ৩০ হাজার টাকা চেক ও ২ লাখ ৫০ হাজা র টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …