Breaking News

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করে ছেন যশোরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যা জিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান মহোদয়।
সোমবার (২৪ নভেম্বর-২৫) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফি সার রোকনুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসে বে বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জে লা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার আবদুল্ল্যাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তা র আলী, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি হাজী রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মান বাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেশ বপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, বৈষম্যবি রোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম প্রমূখ।
যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মহোদয় সোমবার কেশবপুরে আগমন করলে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রশাসনের প্রতি সমন্বয় ও সহযোগিতার এক সুন্দর বার্তা পৌঁছে যায়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …