আন্তর্জাতিক ডেস্ক:ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরা ইল।
স্থানীয় সংবাদ মাধ্যমে এমন সতর্কতার কথা জানিয়েছে ইরানের গোয়েন্দা সংস্থা।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) প্রতি বেদনে বলা হয়েছে,দেশটির একজন রাজনৈতিক নেতা ইসমাইল খাতিব বলেছেন,ইরানের রাষ্ট্রীয় স্তম্ভ হচ্ছেন ইরা নের সর্বোচ্চ নেতা।
তিনি আরো বলেছেন, ‘আর এ কারণেই শত্রুরা তাকে লক্ষ্যবস্তু করতে এবং ইরানের ঐক্যকে হুমকির মুখে ফেলতে এমন কর্মকাণ্ড পরিচালনা করতে চায়।’
তবে খাতিব তার মন্তব্যে কোনো নির্দিষ্ট চক্রান্ত অথবা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন কিনা তা স্পষ্ট করেননি।
ইরানের কর্মকর্তারা প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরা ইলকে তাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেন।
অন্যদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময়, ইসরা ইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসি নিউজকে বলেছিলেন, খামেনিকে হত্যা করা, সংঘাতে ইন্ধন নয় বরং এর অবসান ঘটাবে।
ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, খামেনি খুবই সহজ লক্ষ্যবস্তু; তবে ওয়াশিংটন আপাতত তাকে হত্যা করবে না।
Bartabd24.com সব খবর সবার আগে