Breaking News
Oplus_0

পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচির ৩ কোটি টাকার টেন্ডার লটারির মাধ্যমে বন্টন 

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ
পাইকগাছায় ২০২৫-২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সং স্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে র মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আও তায় ৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৯৬ টাকার উন্নয়ন কা জের টেন্ডার লটারির মাধ্যমে ঠিকাদারদের মধ্যে বন্টন করা হয়েছে। প্রকল্পের আওতায় সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের রাস্তা সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ৪ টি প্যাকে জে টেন্ডার আহ্বান করা হয়।
২৪ নভেম্বর সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনা য়তনে অংশগ্রহণকারী ঠিকাদার সহ সকলের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অ ফিসার মাহেরা নাজনীন। লটারিতে  সোলাদানার ৬ নং ওয়ার্ডের ৯৯ লক্ষ ৫২ হাজার ৯০৪ টাকার ২ হাজার ৪২০ মিটার মাটির রাস্তা সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার মেসার্স সাগর এন্টারপ্রাইজ। ২৪ লক্ষ ৫৯ হাজার ৭৩৬ টাকার সোলাদানার ৯ নং ওয়ার্ডের ২৩০ মিটার ইটের রা স্তা সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার মেসার্স  আরা ফ এন্টারপ্রাইজ। ১ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার ৯৭৫ টা কার গড়ইখালীর ৫ নং ওয়ার্ডের ২ হাজার ১৫ মিটার মা টির রাস্তা ও ওয়াপদা বাঁধ সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার কয়রার মেসার্স রাব্বী এন্টারপ্রাইজ,  ৫৫ লক্ষ ৩৫ হাজার ৮৮১ টাকার গড়ইখালীর ৩ নং ওয়ার্ডের ৮৩০ মিটার মাটির রাস্তা সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার মেসার্স আব্দুস সালাম এন্টারপ্রাইজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমি শনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, জামায়াত নেতা মুহাম্মদ শফিয়ার রহমান, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ঠিকাদার আফজাল হোসেন, সাই ফুল ইসলাম ও শেখ আব্দুল আজিজ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …