Related Articles
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা দেলু য়াবাড়ি এলাকা থেকে তানোর উপজেলার তালন্দ বা জারে পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তানোর-দেলুয়া বাড়ি রাস্তার মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) মোড় এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় সারগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন।
এদিকে স্থানীয় কৃষকেরা সার পাচারের সঙ্গে জড়িত ডি লার আশরাফ আলীর লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন,এই ডিলার দীর্ঘদিন যাবত সার পাচার করে আসছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার লোড দিয়ে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো পাচার হচ্ছে এমন সন্দেহে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় তানোর-দেলুয়াবাড়ি রাস্তার ভারশোঁ মোড় এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। ভটভটির চালক শাহিন আলম বলেন, সারগুলো হোসেনপুর এলাকার কৃষক ওবা ইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আ শরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে কিনে নেন। সেগুলো তালন্দ বাজার এলাকায় নিয়ে যাও য়ার জন্য তাদের তিনটি ভটভটি ভাড়া করেন কৃষক ওবা ইদুল হক। পথে ভারশোঁ এলাকায় সেগুলো আটক করে সেনাবাহিনী ও প্রশাসন।
এবিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো রাজশাহীর তানোর এলাকায় পাচার করা হচ্ছিল এমন সংবাদে সেনাবাহিনী ও এসিল্যাণ্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ টিএ সপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবি ল নওরোজ বৈশাখ বলেন, জব্দকৃত সারগুলো কৃষি কর্ম কর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা বলেন, সারগুলো তো উড়ে আসেনি, তাই তদন্ত করে সার পাচারের সঙ্গে জড়িত ডিলারের লাইসেন্স বাতিল করা হোক।

Bartabd24.com সব খবর সবার আগে