Breaking News

নওগাঁয় ক্রিকেট কোচেস কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরন

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ কোচদের সমৃদ্ধ ও দক্ষতা বৃদ্ধিতে নওগাঁয় তিন দিনব্যাপী ক্রিকেট কোচেস কোচিং কোর্স সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা স্টেডিয়ামে কোর্সের সমা পনী ও সনদ.বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রীড়া অফিসার মো:.আরিফুজ্জামান।

নওগাঁ জেলা ক্রীড়া সংস্থারসহযোহিতায়.নওগাঁ.ক্রিকেটার্স ফোরাম এর আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে সভাপ তিত্ব.করেন ক্রিকেটার্স ফোরামের সদস্য সচিব রুহুল কুদ্দু স পলাশ।

এসময়জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজা দ, সুমন আলী,.ক্রিকেটার্স ফোরামের আরমান বাদশা, শাওন, জিল্লুরসহ অন্যান্য.সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝেসনদ বিতরণ করেন। আয়োজকরা জানান, তিন দিনের প্রশিক্ষনে জে লারবিভিন্ন উপজেলার ২০জন ক্রিকেট কোচ অংশ নেয়। প্রশিক্ষণ প্রদানকরেন দিনাজপুর বিকেএসপির সহকারী পরিচালক মাসুদ হাসান।

তিনিব্যাটিং, বোলিং ও ফিল্ডিংসহ ক্রিকেটের টেকনিক্যাল গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন।

এই প্রশিক্ষণের মাধ্যমেকোচরা যেমন দক্ষ হবেন এবং জে লার ক্রিকেট অঙ্গনে বিশেষ করে ভালখেলোয়াড় গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

 

About admin

Check Also

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ফুট বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার …