Breaking News

মোংলায় মৃত্যুর এক বছর পর মরদেহ উত্তোলন

 মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট:
বাগেরহাটের মোংলায় মৃত্যুর এক বছর পর লিয়াকত মাঝি (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তো লন করেছে প্রশাসন।
আজ মঙ্গলবার  দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা পৌরসভার মনপুরা সেতুর কাছে বঙ্গবন্ধু সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হন লিয়া কত মাঝি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পরস্পরবিরোধী অভিযোগ ওঠে।
দাফনের পর পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং সঠিক মৃত্যুর কারণ উদঘাটনে আদালতে ময়নাতদন্তের আবেদন করে।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “দাফনের পর লিয়াকত মাঝির মৃত্যুর খবর আ মরা পাই। কী কারণে তিনি মারা গেছেন, তা নিশ্চিত হতে আদালতে ময়নাতদন্তের আবেদন করা হয়।
আদালতের নির্দেশনায় মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।”
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সহকারী কমিশনার (ভূমি), মোংলা থানা পুলিশ এবং স্থানীয় প্রশা সনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …