Breaking News

শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় নিলেন অ্যাড,বদরুজ্জামান মিন্টু

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :
শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় নিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু (৬৮)। তাঁর জানাজার নামাজ কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
ভারতের দিল্লি রাজ্যের মেডান্তা হাসপাতালে শনিবার মধ্যরাতে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মঙ্গলবার (২৫ নভেম্বর২৫) রাত ১:৪০ মিনিটে তাঁর মরদেহ কেশবপুরের নিজ বাসভবনে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। দুপুর ২টা ৩০ মিনিটে কেশবপুর পাবলিক ময়দানে তাঁর জানাজা নামাজ অনু ষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপ জেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেও য়াজ, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত, যশোর জেলা বিএন পির সভা পতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলো য়ার হোসেন খোকন,  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য কেশবপুর উপজেলার বিএনপির সভা পতি আবুল হোসেন আজাদ, যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী উপজে লা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তা র আলী, যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপ জেলার বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক-সহ কেশবপুর এবং বিভিন্ন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ।
জানাজার নামাজের আগে বিভিন্ন রাজনৈতিক দল সংগ ঠন ও কেশবপুরের বিভিন্ন প্রেসক্লাব-এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে তার নিজ বাসভবন বালিয়াডাঙ্গা নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন শেষে মহান আল্লা হর কাছে দোয়া ও মোনাজাতের করা হয়। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …