Breaking News

নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাথে এবি পার্টি চেয়ারম্যানের বৈঠক ও মতবিনিময়

ডেস্ক নিউজঃবাংলাদেশে এম্বেসি অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেলের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজি বুর রহমান মঞ্জু।

আজ বুধবার দুপুরে নেদারল্যান্ডসের এম্বেসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব‍্যারিস্টার নাসরীন সুলতানা মিলি,যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবা য়ের আহমেদ ভুইয়া,অ‍্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং।ব্যারিস্টার সানী আব্দুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে জোট,জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, নেদারল্যান্ডস-বাংলাদেশ দ্বিপাক্ষিক বানিজ্য এবং ডিপ্লোমেটিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইউরিস বিশ্বাস করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন-ই হতে পারে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র পদ্ধতি। এই প্রক্রিয়াতে যেই ধরনের কারিগরি সহায়তা দরকার বাংলাদেশ সরকারকে সেই ব্যাপারে সহায়তা প্রদানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউরিস।

ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হওয়াটাই এখন প্রাথমিক লক্ষ্য।

তিনি বলেন; বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বানিজ্যিক সমৃদ্ধতায় নেদারল্যান্ডস পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

আলেচনাকালে রাষ্ট্রদূত ইউরিস-এর সাথে উপস্থিত ছিলে ন দূতাবাসের রাজনৈতিক এবং জনকূটনীতি বিষয়ক উপ দেষ্টা লুবাইন চৌধুরী।

 

About admin

Check Also

পলিথিন ও প্লাস্টিক ডুমুরিয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। ডুমুরিয়া সহ সারাদেশে পলিথিন ও প্লাস্টিক মারাত্মক পরিবেশ ও জীববৈচিত্র্যের …