Breaking News

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়াঃকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার, রামচন্দ্রপুর বিলপাড়া এলাকায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে হত্যা করে সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে।

তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরি পুর গ্রামের আবুল কালাম ওরফে (কলম) দোকান দারের পুত্র।

বুধবার ২৬ নভেম্বর সকাল ৯ ঘটিকায় ধরমপুর ইউনিয় নের রামচন্দ্রপুর বিলপাড়ার মাঠে একটি ধানক্ষেতে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে ভেড়ামারা থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়ে ছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃ ত্তরা লাশটি এখানে ফেলে রেখে গেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে হত্যা করে মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

About admin

Check Also

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ফুট বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার …