চৌগাছা প্রতিনিধি: আজ ২৮শে নভেম্বর, শুক্রবার যশো রের বিশিষ্ট কবি, সাহিত্যিক,সাংবাদিক, সমাজ সেবক এম. আহমদ আলী সাহিত্যরত্নের ৩৪তম মৃত্যুর্বাষিকী।
তিনি ১৯০৫ সালে ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলার যশো র জেলার চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যুর আগ র্পযন্ত তিনি শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্য র্চচা এবং সমাজ সেবা র্কাযক্রম অব্যহত রাখেন।
ত কালীন অন্ধকারাছন্ন সমাজে আলোকর্বতিকা ছড়া নোর জন্য বহু স্কুল, মাদ্রাসা, মক্তব, প্রতিষ্ঠা ও পরিচালনা করেন।
১৯৬০ সালে “যশোর গেজেট” পত্রিকার শেষ সম্পাদক
হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ থেকে ১৯৬২ সাল র্পযন্ত “মাসিক নকীব” পত্রিকার সম্পাদনা করেন।
এছাড়াও তিনি ১৯৪৫ থেকে ১৯৬৭ সাল র্পযন্ত “দৈনিক আজাদ” পত্রিকার যশোর প্রতিনিধি ছিলেন।
১৯৬৮ থেকে ১৯৭৭ সাল র্পযন্ত খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জনর্বা তার র্নিবাহী সম্পাদক ছিলেন।
ইতোমধ্যে ২০০৬ সালে চৌগাছা পাবলিক লাইব্রেরী সম্মা ননা লাভ করেন। গেল ২৯শে সেপ্টেম্বর ২০১০ খ্রীঃ প্রেস ক্লাব যশোর বৃহত্তর যশোরে র্কৃতীমান সাংবাদিকদের সম্মা ননা ক্রেষ্ট প্রদান করে।
সেখানে এম,।আহমদ আলী সাহিত্যরত্নের অগ্রপথিক হিসাবে বিবেচিত হন। প্রকাশিত গ্রন্থের মধ্যে পাক-যশো রের কাব্য ভূগোল, ফাগুন এসেছে ফিরে, কাব্যে আম পারা।
অপ্রকাশিত কাব্যগ্রন্থ, যুগান্তর, শিশুর মেধা বিকাশে (ছড়া ও কবিতা) উল্লেখযোগ্য।
এ উপলক্ষে এম. আহমদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদে র উদ্দ্যোগে ঐ দিন শুক্রবার বাদ জুম্মা আহমদ নগর বাই তুল জান্নাহ কেন্দ্রীয় জামে মসজি দে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
কবি, সাংবাদিক ও র্কমবীর এম, আহমদ আলী সাহিত্যর ত্ন ১৯৯১ সালে ২৮শে নভেম্বর মৃত্যুবরণ করেন।
Bartabd24.com সব খবর সবার আগে